সোমবার, ১৮ মার্চ, ২০১৩

itihash

     ভারতে ইংরেজদের রাজনৈতিক  আধিপত্য  প্রতিষ্ঠার  সঙ্গে সঙ্গে এদেশে ইংলন্ডের অর্থনৈতিক প্রাধান্য বিস্তারে পথও প্রশস্ত হয়ে  ওঠে। স্বদেশের সমৃধ্ধির জন্য ভারতকে নানাভাবে শোষণ করাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক নীতির একমাত্র উদ্দেশ্য। তাদের এই স্বার্থপর ঔপনিবেশিক অর্থনীতির ফলে একদিকে ভারতের চিরাচরিত কৃষিভিত্তিক অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়ে, অন্যদিকে ভারতের ঐতিহ্যমন্ডিত কুটিরশিল্পগুলিও ক্রমশ ধংস হয়ে যায়।

[১] ইস্ট ইন্ডিয়া  কোম্পানির নতুন ভূমিরাজস্ব নীতি

    ১৭৬৫ খিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও  উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেছিল বটে, কিন্তু বাংলা তথা ভারতের ভূমিরাজস্ব-ব্যবস্থা কোম্পানির ইংরেজ  কর্মচারীদের কোনো অভিজ্ঞতা না থাকায় প্রচলিত রাজস্ব ব্যবস্থা বহাল রেখে লর্ড ক্লাইভ দুজন দেশীয় নায়েব দেওয়ানকে রাজস্ব আদায়ের ভার  দিয়েছিলেন। এইসব নায়েব দেওয়ানদের অত্যাচার ও শোষনের মাত্রা  ছাড়িয়ে গেলে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা দেয়।